বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন বসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন। এ উপলক্ষ্যে জাতিসংঘ সদর দফতরে যাওয়া শুরু করছেন বিশ্ব নেতারা। অধিবেশনে উচ্চ পর্যায়ের কিছু বৈঠক ছাড়াও বিশ্ব নেতৃবৃন্দের অনেকের মধ্যেই বৈঠক হতে পারে।

এবারের অধিবেশনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের সভাপতিত্বে ২৪ সেপ্টেম্বর নেলসন ম্যান্ডেলা পিচ সামিট এবং ফাইন্যান্সিং দ্য-২০৩০ অ্যাজেন্ডা ফর সাসটেইন্যাবল ডেভলপমেন্ট নামে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।

সাধারণ পরিষদের সভাপতির পরিচালনায় ২৫ সেপ্টেম্বর অ্যাকসন ফর পিস কিপিং, ২৬ সেপ্টেম্বর দ্য ফ্লাইট টু এন্ড টিউবারকিউলোসিস এবং ২৬ সেপ্টেম্বর কমপ্রিহেনসিভ রিভিউ অব দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব নন-কমিউনিকেবল ডিজিজ নামে তিনটি বৈঠকে অংশ নেবেন বিশ্ব নেতারা।

আরও পড়ুন : ‘শুধু আনন্দের জন্য’ যৌনমিলনের বিরোধী ছিলেন গান্ধী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে যাবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। তবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান অধিবেশনে যাচ্ছেন কি-না তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, রোহিঙ্গা সঙ্কটের জেরে চাপের মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিচ্ছেন না।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল

আরএম/


সম্পর্কিত খবর