শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে ১৩ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ১৩ কট্টরপন্থী সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার স্বশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাজাপ্রাপ্ত সন্ত্রাসীরা পাকিস্তানের স্বশস্ত্রবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে জড়িত।

তাদের বিরুদ্ধে দেশটিতে ২০২ জনকে হত্যার অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে ১৫১ জন নিরীহ বেসামরিক নাগরিক এবং বাকি ৫১ জন স্বশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং পুলিশের কর্মকর্তা। এছাড়া তাদের হামলায় আরো ২৪৯ জন আহত হয়।

অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছিলো। দেশটির সামরিক আদালতে বিচার চলছিলো তাদের। সর্বোচ্চ সাজার পাশাপাশি অন্য ৭ অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ