শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইদলিবে শান্তিরক্ষী চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন সিরিয়ার ইদলিবে আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব এখনো আছে, আসুন সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ করি’ সবাই মিলে সন্ত্রাসীদের উৎখাত করি। খবর ইয়ানি সাফাক

মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রোমানিয়া ও পোলিশদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বেসামরিক হতাহতের প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আগামীতে রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ অন্যান্য অংশীদারদের নিয়ে সিরিয়ায় একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে তাদের কণ্ঠে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই। যাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা যায়।

মেভলুত বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিম দিকে ইদলিব উদ্ধারে ভয়াবহ অভিযানের আগে সিরিয়া সরকার রাশিয়া ও ইরানি সৈন্য প্রত্যাহার করবে আশা করি।

ওই এলাকায় ২৯ লাখের মতো মানুষ বিরাধী এলাকায় বসবাস করছে। যার মধ্যে ইদলিব প্রদেশ, লাতাকিয়া, হামা ও আলেপ্পোর নিকটবর্তী ছোট অংশ। যাদের মধ্যে অর্ধেকের মতো সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ