শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশে ফিরেছেন ৫০ হাজার হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত ২৭ আগস্ট দেশে ফেরা শুরু করেন বাংলাদেশের হাজিরা। প্রথম দিন থেকেই নির্ধারিত সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে হাজিদের পরিবহন করা উড়োজাহাজগুলো। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ পালন শেষে দেশে ফেরা হাজিরা।

রোববার (০৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১৩৩টি ফ্লাইটে ৪৯ হাজার ৭১৬ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইনসের ৬৮টি ফ্লাইট।

বাংলাদেশ হজ অফিস (জেদ্দা) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিসফটি কী? – বিস্তারিত জানুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ও সৌদি এয়ারলাইনসের ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজের উদ্দেশে সৌদি আরবে গেছেন। এর মধ্যে ইস্যুকৃত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৮৩ জন।

এ বছর হজ শুরু হয় গত ২০ আগস্ট (সোমবার)। হজের আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২১ জন মহিলাসহ ১১৪ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৯ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফাতে ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কাকরাইল মারকাজে নেজামুদ্দিন অনুসারীদের অবস্থান

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ