বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দক্ষিণ সুদানের একটি হ্রদে বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ইরল শহরের তথ্যমন্ত্রী তাবান অ্যাবেল আগুয়েক বার্তা সংস্থা এপিকে জানান, ১৯ আসনের বাণিজ্যিক ‘বেবি এয়ার’ বিমানটি রাজধানী জুবা থেকে ইরল শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

আগুয়েক বলেন, ‘ছয় বছরের একটি শিশু, একজন প্রাপ্তবয়স্ক এবং একজন বিদেশি ইউরোপিয়ান দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তবে শেষজনের অবস্থা আশঙ্কাজনক।’

বিমান বিধ্বস্ত হওয়া জায়গাটির সর্বত্র মরদেহ পড়ে ছিল বলে উল্লেখ করেন আগুয়েক।

গৃহযুদ্ধে বিধ্বস্ত পূর্ব আফ্রিকান দেশটির কেন্দ্রীয় এলাকায় ইরল অবস্থিত।

একজন প্রতক্ষ্যদর্শী বলেন, বিমানটি একটি নদীতে বিধ্বস্ত হয় এবং পানি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিমান বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। সূত্র : রয়টার্স।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর