বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আমিরাতে আঞ্জুমানের ফুযালা সমাবেশ প্রবীণদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য স্টেট আজমান। গত ৬ সেপ্টেম্বর রাতে আজমানের নাঈমিয়ায় আঞ্জুমানের প্রায় অঅর্ধশত প্রবীণ ফুযালা ও আবনাদের সমাগম ঘটে।

দীর্ঘদিনের ফেরাকতে একে অন্যের সম্মিলনে জমে উঠে স্মৃতিচারণের বর্ণাঢ্য আসর। মনোরম আনন্দঘন পরিবেশ তৈরী হয় আরব সাগরের প্রান্তরে।

এক পর্যায়ে ক্বারী মাওলানা ইলিয়াস আহমদের তেলাওয়াতে কুরআন দিয়ে শুরু হয় প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান আঞ্জুমানের পূর্ব নির্ধারিত ফুযালা ও সুধী সমাবেশ।

সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ক্বারী আবু রুকিয়ান ও সদস্য সচিব মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা ক্বারী সাইফুল ইসলাম ইয়াহইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় ফুযালা ও আবনাদের ধারাবাহিক স্মৃতিচারণ বক্তব্য।

সমাবেশ ফিরে যায় অতীত জলসায়। শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. এর হাতেগড়া কুরআনী কাননে। আবেগময় হয়ে যাই আমরা সবাই কিছুক্ষণের জন্য।

সুধীদের আশা জাগানিয়া শুভেচ্ছা বক্তব্যে আন্দোলিত করে সবাইকে। আমিরাতের টিভিতে তেলাওয়াত করে বাংলাদেশের মুখ উজ্জলকারী সুপ্রিয় ক্বারী সাঈদ জামিলের সুমধুর কালামে পাকের তেলাওয়াতে তাপদাহ মরুভূমিতে অবস্থানরত সকলের অন্তরে নেমে আসে শীতল ছায়া, পিনপতন নিরবতা। এ এক ভিন্ন পরিবেশ, হৃদয় ছোঁয়া আমেজ। আনন্দঘন মাজমা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জামিয়া তা'লীমুল কুরআন সিলেট'র মুহতামিম মাওলানা ক্বারী ইমদাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, হবিগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাই বাহুবলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব শেখ লুৎফুর রহমান, জনাব হাফেজ তাজুল ইসলাম, জনাব শামীম আহমদ, মাওলানা ক্বারী ফারুক আহমদ, মাওলানা ক্বারী আবুল ফজল, মাওলানা ক্বারী আজিজুর রহমান মিনার, মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা ক্বারী দুলাল আহমদ, মাওলানা ক্বারী আতিকুর রহমান ইদ্রিস, মাওলানা ক্বারী জুনায়েদ আহমদ, হাফেজ হুসাইন আহমদ, জনাব জামাল আহমদ, জনাব আব্দুল হক রাজু, ক্বারী মাহমুদ আল হাসান আকাশ প্রমুখ।

সমাবেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বিশেষ অতিথির মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়। সমাবেশ শেষে নৈশভোজের আয়োজন করেন সমাবেশের সভাপতি জনাব ক্বারী আবু রুকিয়ান।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ