শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পণ্যে অননুমোদিত উপাদান, ইবনে সিনা ও বায়োফার্মার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পণ্যে অননুমোদিত উপাদান ব্যবহারের দায়ে ইবনে সিনা ও বায়োফার্মার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রসিকিউটিং অফিসার খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসানের দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার আমলে নিয়েছেন ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মামলার বিবরণে বলা হয়েছে, ইবনে সিনার পণ্য ‘সিনারোজ শরবত’ এবং বায়ো ন্যাচারস লিমিটেডের পণ্য ‘বায়োরোজ শরবত’ এর গায়ে যেসব তথ্য আছে তা মিথ্যা, বিভ্রান্তিকর এবং অননুমোদিত।

বিসফটি – বিস্তারিত জানুন

অভিযোগে বলা হয় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী, চিনি ও ডেক্সট্রোজ তরল গ্লুকোজ এর দ্বারা বা উভয়ের সমন্বয়ে পানি, ভেসজ তেল, ফলের নির্যাস বা ফ্লেভারের সহযোগে তৈরি কোনো পানীয়কে ‘ফলের জুস’ বলা যাবে। কিন্তু সিনারোজ ও বায়োরোজ শরবতের লেবেলে লেখা রয়েছে এগুলো গোলাপ ফুলের নির্যাস দিয়ে তৈরি, যার অনুমোদন খাদ্য আইনে নেই।

দুটি মামলায় আসামি করা হয়েছে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান ও বায়ো ন্যাচারস লিমিটেডের (বায়োফার্মা) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমানকে।

ইসলামি ব্যাংক ছাড়ল ইবনে সিনা ট্রাস্ট

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ