বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


লিবিয়ায় বাংলাদেশিদের সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের চলাচলে সতর্কতা জারি করেছে সেখানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। বলা হয়েছে, লিবিয়ায় এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

এ কারণে দেশটির সরকার সেখানে স্টেট অব এলার্ট জারি করেছে। ওই দেশের সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে সতর্কতার সঙ্গে বাসায় অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হল।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ত্রিপলির গাছর,বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবু সেলিমসহ অন্যান্য যুদ্ধকবলিত এলাকা পরিহার করার জন্য আহ্বান জানানো হল।

যে কোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭-এ যোগাযোগ করতে অনুরোধ করা হল।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ