শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সনদ কী ও কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবু দারদা কাসেমী
আলেম ও লেখক

সনদ ও ইসনাদের সংজ্ঞা : সনদ এবং ইসনাদের মধ্যে পার্থক্য আছে, পরিভাষায় سلسلة الرجال الموصولة الي المتن তথা মতন পর্যন্ত রাবীদের ক্রমাধারাকে সনদ বলা হয়৷ আর عزوالحديث الي قائله مسندا তথা ধরাবাহিক ক্রমবিন্যাসের সাথে হাদীসকে তার প্রবক্তা পর্যন্ত পৌঁছে দেয়াকে ইসনাদ বলা হয় ৷

ইসনাদ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়ারই বৈশিষ্ট৷ অন্যান্য নবী রাসুলের উম্মতগণ তাদের নবীদের কথা - বার্তাকে সনদ পরম্মপরায় তাদের নবী পর্যন্ত পৌঁছাতে পারতেন না ৷

ইসনাদের গুরুত্ব:  সহীহ এবং জাল হাদীসের মাঝে পার্থক্য করতে ইসনাদ ছাড়া অন্য কোন উপায় নেই৷ তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ গৃহের ক্ষেত্রে ভিত্তির এবং দেহের ক্ষেত্রে আত্মার যতটুকু গুরুত্ব অনুরুপ হাদীসের ক্ষেত্রে সনদের ততটুকু গুরুত্ব৷ কারণ সনদ বিহীন হাদীসের কোন স্থায়ীত্ব নেই৷

১৷ আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন, مثل اللذي يطلب امر دينه بلا اسناد كمثل اللذي يرتقي السطح بلا سلم যে ব্যক্তি ইসনাদ ছাড়া দীনি বিষয়াদী অনণ্বেষণ করে সে ঐ ব্যক্তির ন্যায় যে সিঁড়ি ছাড়া ছাদে উঠতে চায় ৷

২৷ মুহাম্মাদ ইবনে সিরীর রহ. বলেন,  ان هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم এই ইসনাদ দীনের অন্তর্ভুক্ত সুতরাং তোমরা কার কাছ থেকে দীনি বিষয়াদী অন্বেষণ করছো তা যাচাই বাছাই করে নেবে৷

৩৷ আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন, الاسناد من الدين لولا الاسناد لقال من شاء ما شاء ইসনাদ দীনের অন্তর্ভূক্ত, যদি ইসনাদের ধর্তব্য না থাকত তাহলে যার যা ইচ্ছা তা বলে বেড়াত ৷

৪৷ আব্দুল্লাহ ইবনে মুবারক রহ.বলেন, بيننا و بين القوم القوائم يعني الاسناد আমাদের ও লোকদের মাঝে সেতুবন্ধন বা খুটি রয়েছে অর্থাৎ ইসনাদ৷ একটি ঘর যেমন খুটি ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না, সনদ ব্যতীতও কোন হাদীস গ্রহণ যোগ্য বা হাদীস বলে বিবেচিত হতে পারে না ৷

৫৷ সুফিয়ান সাওরী রহ. বলেন الاسناد سلاح المؤمن فاذا لم يكن معه سلاح فباي شيئ يقاتل সনদ হলো মুমিনের হাতিয়ার যদি তাদের নিকট হাতিয়ারই না থাকে তাহলে কী দ্বারা সে যুদ্ধ করবে৷

৬৷ ইমাম শাফেয়ী রহ. বলেন, مثل اللذي يطلب الحديث بلا اسناد كمثل حاطب ليل يحمل خرمة الحطب فيها افعي تلدغه و هو لا يدري যে ব্যক্তি সনদ ব্যতীত হাদীস সন্ধান ও গ্রহন করে সে রাতের অন্ধকারে কাঠ আহরণকারীর মত, যে কাঠের বোঝা বহন করেছে যার মাঝে লুকি়য়ে থাকা বিষাক্ত সাপ তাকে দংশন করে অথচ সে টের পায়না৷

লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ, ভারত৷
শিক্ষার্থী: আল- মাহাদুল আলী আল - ইসলামী হায়দারাবাদ ভারত ৷

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ