শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহ ত্রিশাল আসনে মুফতি আবদুল মুমিনকে একক প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: গত ২৭ আগস্ট ত্রিশাল থানার আউলিয়ানগর সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জরুরী পরামর্শ সভা ও উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আজিজুর রহমান হেলাল।

অন্যান্যদের মধ্য হতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের সহ বাইতুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, মাওলানা শফিকুল ইসলাম , মাওলানা নূর হোসেন মাওলানা অবদুল মালেক, মাওলানা অবদুস সাত্তার, মাওলানা মুফতি হাফিজুর রহমান, মুফতি জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ উল্লাহ।

মাওলানা মোশতাক আহমদ, মাওলানা বেলাল হোসাইন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল গণি জোয়ারদার। অনুষ্ঠানে উপস্থিত সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে মুফতি আবদুল মুমনিকে আলেম উলামাদের পক্ষে এক প্রার্থী ঘোষণা করেন।

উল্লেখ্য মুফতি আবদুল মুমিন বাংলাদেশ খোলাফত মজলিস ঢাকা মহানগরীর জয়েন্ট সেক্রেটারি, কউমি সীকৃতি আন্দোলনের আহ্বায়ক, সাহিত্যক সাংবাদিক ও কলামিস্ট, জাপা- খেলাফত মজলিস ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের মনোনিত প্রার্থী।

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর