শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ব্যাংক খাতে খেলাপি ঋণের অর্ধেকই সরকারি ৬ ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ৫৭টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা।

এর মধ্যে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রয়েছে ৪৩ হাজার ৬৮৫ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৪৯ দশমিক ৩১ শতাংশ। এটা পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রায় অর্ধেক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ১৪ হাজার ৩০৬ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক, যা ব্যাংকটির মোট ঋণের ৩৮ দশমিক ৭৩ শতাংশ।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘কিছু গ্রাহক পরিস্থিতির শিকার বা ব্যবসায় মন্দার কারণে খেলাপি হয়েছেন।

তাদের স্পেস দেয়া দরকার। অপরদিকে কিছু গ্রাহক ইচ্ছাকৃতভাবেই ঋণখেলাপি হচ্ছে। তাদের বিষয়ে ব্যাংক কঠোর হবে।

সোনালী ব্যাংক বর্তমানে মুনাফার শীর্ষে রয়েছে। খেলাপি ঋণ আদায়ে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আইনগত দিক আরো কঠোর হওয়া দরকার বলে মনে করেন এ ব্যাংকার।’

অপরদিকে বিতরণকৃত ঋণের তুলনায় খেলাপি বা অনাদায়ী হওয়ার অনুপাতের দিক দিয়ে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক লিমিটেড।

ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে আট হাজার ৫৯৪ কোটি টাকা। টাকার পরিমাণগত দিক দিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৫৯ দশমিক ২২ শতাংশ।

খেলাপি ঋণে দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। মোট বিতরণকৃত ঋণের ৯ হাজার ৭০২ কোটি টাকাই এখন খেলাপিতে পরিণত হয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণের হার ২২ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে মোট ঋণের বিপরীতে অনাদায়ী বা খেলাপি ঋণের শতাংশ হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ৮০৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৫৫ দশমিক ১৪ শতাংশ।

পরিমাণের দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা অপর রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার ৬৭৬ কোটি টাকা।

তিন মাস পূর্বে ২০১৭ সাল শেষে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ৫৭০ কোটি টাকা। এ হার ব্যাংকটির মোট ঋণের ১৯ দশমিক ৫২ শতাংশ।

চতুর্থ অবস্থানে থাকা রূপালী ব্যাংকের খেলাপি ঋণ হচ্ছে চার হাজার ৬০৩ কোটি টাকা। মোট বিতরণকৃত ঋণের ২১ দশমিক ৯৩ শতাংশ।

সূত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বড় অঙ্কের ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে, যার প্রায় সবটাই এখন খেলাপিতে পরিণত হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ