মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রী: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তাকে (খালেদা জিয়া) আমাদের অবস্থার কথা জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।’

তিনি আরো বলেন, ‘চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।’

খালেদা জিয়ার স্বাস্থের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভালো নেই।’

এ দিন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা খালেদা জিয়ার সাথে হয়নি বলেও জানান তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর