মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


এস-৪০০ কিনলেই রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্র দফতর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ের সময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট। তিনি জানান, রুশ এস-৪০০ মার্কিন মিত্র দেশগুলো কেনার বিরোধিতা করছে ওয়াশিংটন।

এরআগে, রুশ রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট জানিয়েছে, আগামী বছর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ন্যাটোভুক্ত দেশ তুরস্কে রফতানি করার কাজ শুরু হবে।

এস-৪০০ কেনার জন্য রাশিয়া এবং তুরস্ক ২০১৭ সালে একটি ঋণচুক্তি সই করেছিল। এস-৪০০ কেনার জন্য এ চুক্তি অনুযায়ী আংকারাকে সহায়তা করবে রাশিয়া। অবশ্য এ চুক্তি করার পর ওয়াশিংটনের ক্রোধের মুখে পড়েছে আংকারা। এ ছাড়া, ভারত এস-৪০০ কেনার চুক্তি করবে বলে আগে জানানো হয়েছে।

পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা হিসেবে পরিচিত এস-৪০০ দিয়ে ৪০০ কিলোমিটার বা আড়াইশ মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব।

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ