শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


'মুসলিমদের জন্য বাংলাদেশ,পশ্চিমবঙ্গ শুধু হিন্দুদের জন্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব আইন নিয়ে প্রতিক্রিয়ায় রাজ্যসভার সাংসদ ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন, 'পাকিস্তান ও বাংলাদেশ হল মুসলিমদের জন্য। পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য। বাংলাদেশ থেকে ফিরে আসা হিন্দুরা এই জন্যই এখানে থাকতে এসেছিলেন।'

গতকাল মঙ্গলবার হিন্দুদের শরণার্থী ও মুসলিমদের অনুপ্রবেশকারী মনে করেন কিনা প্রশ্নের জবাবে তার প্রতিক্রিয়া, 'শুধু হিন্দুরা কেনো বৌদ্ধ ও জৈনরাও শরণার্থী।'

রাজ্যসভার সাংসদ আরও বলেন, এ দেশে জন্মানো ব্যক্তিদের নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।

প্রসঙ্গত নাগরিকত্ব যাচাই করতে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)হল একটি মানবিক, বেসরকারী সংস্থা, যা বিচ্ছিন্নতা দ্বারা প্রভাবিত ব্যক্তিদের অধিকার রক্ষা করে। এর আওতায় শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিরা অন্তর্ভুক্ত। যারা সংঘর্ষ, মানবাধিকার লঙ্ঘন, তীব্র সহিংসতা,জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বাস্তুচুত্য হয়েছে।

সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি ওম মাথুরও নাগরিকত্ব আইন প্রসঙ্গে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, ‘দেশ কোনো ধর্মশালা নয়। ২০১৯ লোকসভার পর পুরো দেশেই বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এনআরসি চালু করা হবে।’

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ