বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ফের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর চার মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় দখলবিরোধী সাপ্তাহিক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি নাগরিক। নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য গাজায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী দেশটির বেপরোয়া সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালালে ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর আল জাজিরা-এর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের গুলিতে সাদি আকরাম মুয়াম্মার (২৬) নামে এক ফিলিস্তিনি নিহত হন। এর আগে দূর থেকে নিশানাবেদে পারদর্শী ইসরায়েলি সেনার গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন করিম আবু ফাতায়ার (৩০) নামে আরেক ফিলিস্তিনি।

এছাড়া ইসরায়েলি সেনাদের ছোঁড়া গুলি ও টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে এদিন আহত হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনি নাগরিক।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করছে। ওই বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।

গত ৩০ মার্চ থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা ১৬৬ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় আরও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

আরও পড়ুন: প্রথম কেবলা মসজিদুল আকসা: কিছু কথা কিছু ইতিহাস

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ