শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইউটিউবের ভয়াবহ আসক্তি কাটানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরই মানুষ ইউটিউবে বেশি সময় কাটায়। বিশেষ করে তরুণরা ইউটিউবে দিনভর ভিডিও দেখে আসছে। অনেকেরই এটা আসক্তির পর্যায়ে চলে গেছে। সম্প্রতি গুগল তাদের ডেভেলপার্স কনফারেন্সে ইউটিউব অ্যাপে টেকে এ ব্রেক নামের একটি ফিচার চালু করেছে। এই ফিচার আপনার ফেসবুক আসক্তি কাটাবে।

একটানা ইউটিউব ব্যবহারের সময় কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতে পারিনা। আর তাই  ইউটিউবে ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর বিরতি নেওয়ার এই ফিচার লঞ্চ করেছে গুগল। এর মাধ্যমেই অ্যাপটি নিজেই ইউটিউব এর আসক্তি কাটাতে সাহায্য করবে।

নিজের ফোনে ইউটিউব অ্যাপে ‘টেক এ ব্রেক’ চালু করে এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় দেখে নিন।

১. অ্যানড্রয়েড বা আইওএস ফোনে ইউটিউব অ্যাপটি আপডেট করে ওপেন করুন।

২. ডান দিকে উপরে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।

৩. এরপরে সেটিংসে যান।

৪. এবার মেনুর মধ্যে জেনারেল সেকশন সিলেক্ট করুন

৫. এবার ‘রিমাইন্ড মি টু টেক এ ব্রেক’ অপশনটি এনাবল করে দিন।

৬. এবার কতক্ষণ অন্তর আপনাকে মনে করাবে সেই সময় ইউটিউব অ্যাপকে জানিয়ে দিন।

এবার ইউটিউবে ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর অ্যাপ থেকে নোটিফিকেশনে আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে। আপনি যদি বিরতি নিতে না চান তবে নোটিফিকেশনটি ‘ডিসমিস’ করে ভিডিও দেখা চালিয়ে যেতে পারেন।

ইরাকের রহস্যময় ‘বালু নদী’ (ভিডিও)

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ