বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রস্ততির অগ্রগতি হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা মিয়ানমার সফর করে দেখে এসেছি। রাখাইনে তারা রোহিঙ্গাদের জন্য অবকাঠামো তৈরি করছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের প্রস্তুতির অগ্রগতি হয়েছে।বললেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে আশাবাদী। রোহিঙ্গারা কবে নাগাদ ফিরতে পারবে, সে বিষয়ে কোনো সময়সীমা আমরা এখনই বলতে পারছি না। তবে উভয় পক্ষই এ নিয়ে কাজ করছে।
পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, প্রত্যাবাসন যেকোনো দেশের জন্যই খুব জটিল ও কঠিন একটি ব্যাপার, যা রাতারাতি করা সম্ভব নয়।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তারা (মিয়ানমার) কী করছে তা আমাদের দেখিয়েছে। আমি বলবো কিছু একটা হয়েছে।

তিনি বলেন, এখানে কিছু নির্দিষ্ট বিষয় উপস্থাপন করতে হবে, যাতে রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে আত্মবিশ্বাস ও নিরাপদে ফিরতে পারে। এ কাজের জন্য কিছু সময় প্রয়োজন।

গত ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চারদিনের সফরে মিয়ানমার যায়। সফর শেষে রোববার ঢাকায় ফিরে বাংলাদেশের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও ছিলেন।

২০১৭ সালের আগস্টে সেনা অভিযানের মুখে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের ইন্তেকাল

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ