মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


চাকরিতে সব ধরনের কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়া হবে: সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সরকারি চাকরিতে সব ধরনের কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়া হবে।

এ বিষয়ে সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালাতের পরামর্শ চাইবে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মোহাম্মদ শফিউল আলম।

অন্যান্য কোটা উঠিয়ে দেয়া হলেও মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে যেহেতু আদালতের রায় আছে তাই এ বিষয়ে সরকার আদালাতের পরামর্শ নেবে বলে জানান তিনি।

সচিব বলেন, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। যদি খালি থাকে, তবে খালি রাখতে হবে। এটির ব্যাপারে কোর্টের মতামত চাইব, কোর্ট যদি এটিকেও উঠিয়ে দেয়, তবে কোটা থাকবে না।

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটা পদ্ধতি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে একবার কোটা বাতিলের ঘোষণা দিলেও পরে আবার তা থেকে ফিরে এসেছিলেন। তবে চূড়ান্তভাবে এ পদ্ধতি বাতিলের চিন্তা করছে সরকার।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ