শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রিমান্ড শেষে কারাগারে আলোকচিত্রী শহিদুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় রমনা থানায় দায়ের হওয়া তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আরমান আলী।

‍শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুল আলমকে অপহরণ করে বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, এ অভিযোগে মামলা করা হয়।

আরও পড়ুন: ২০ আগস্ট পবিত্র হজ

আরএম/


সম্পর্কিত খবর