শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সেপ্টেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগ ফলক উন্মোচন: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় গিয়ে পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ এলাকায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এছাড়াও ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করে দেখান। পদ্মা সেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্যোগে নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই যাবে। পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি।’

রেলমন্ত্রী বলেন, রেল লাইন শুরু হবে ঢাকা থেকে। তা মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা ও নড়াইল হয়ে যশোর যাবে। আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সঙ্গে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল ও পদ্মা সেতু প্রকল্পের চিফ কোওর্ডিনেটর অফিসার সাঈদ মাসুদ, বিগ্রেডিয়ার জেনারেল বিগ্রেড কমান্ডার, ৯৯ কম্পোজিট বিগ্রেড মাসুদুর রহমান, জেলা প্রশাসক সায়লা ফারজানা, লৌহজং ও শ্রীনগর সার্কেল এসপি অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা এবং পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ