শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

দেওবন্দে বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পড়ার সুযোগ তৈরিতে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : ভারতীয় হাই কমিশনার ও রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এক বৈঠকে বাংলাদেশ থেকে ভারতের দেওবন্দে পড়ার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেছেন।

ভারত ও বাংলাদেশের জনসাধারণের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও দু’দেশের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ৯ আগস্ট ভারতীয় হাই কমিশনে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভারতের স্টুডেন্ট ভিসা প্রাপ্তির বিষয়ে আলোচনাকালে হাই কমিশনার মাওলানা মাসঊদকে বলেন, বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তানের ছাত্রদের ভারতের দেওবন্দে আসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্বে আলোচনা হয়েছিল। পরে আফগানিস্তানের ছাত্ররা ভারতে আসার অনুমোদন পেলেও বাংলাদেশ ও মালদ্বীপের ব্যপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এটি আমরা গুরুত্বের সঙ্গে আবারো আলোচনা করবো।

কবে নাগাদ বিষয়টি আলোর মুখ দেখতে পারে এ বিষয়ে জানতে চাইলে মাওলানা মাসউদ আওয়ার ইসলামেকে বলেন, আমি ভারতীয় হাই কমিশনার ও রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে  আলাপকালে দেওবন্দের বিষয়ে কথা বলেছি।

তিনি আমাকে বলেছেন, অতীতে বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তানের ছাত্রদের ভারতের দেওবন্দে আসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হয়। কিন্তু তখন আফগানিস্তান বৈধতা পেলেও কেন এবং কী কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা অনুমতি পায়নি সে বিষয়টি অজানা।

ভারত আবারো বাংলাদেশের শিক্ষার্থীদের বিষয়টি আলোচনায় আনবে বলে জানিয়েছে।

তবে ভারতীয় হাই কমিশনার শ্রিংলা এ বিষয়ে মাওলানা মাসঊদকে আশ্বাস দিলেও কবে নাগাদ এটি নিয়ে আলোচনা হবে তার কোনো সময় উল্লেখ করেননি।

বৈঠকে ভারত ও বাংলাদেশের জনসাধারণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে ভারত সরকারের ইতিবাচক মনোভাব, আসামে মুসলমানদের বর্তমান সঙ্কট নিরসনে ভারত সরকারের মনোযোগ ও সাহায্য কামনাসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

সংগঠন পুঁজি করে ব্যবসা, পরিণতি ভয়াবহ

এরশাদের সঙ্গে নির্বাচনী জোট করছে বাংলাদেশ খেলাফত মজলিস

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ