শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


১০০ পুলিশ হত্যার হুমকি প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযুক্ত একশো পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার তিনি এ হুমকি দেন।

মঙ্গলবার ওসব পুলিশ সদস্য তার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট প্রাসাদে গেলে তিনি এ হুমকি দেন। দুতের্তের এ হুমকি প্রদান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ কর্মকর্তারা জানান, ওই দিন শতাধিক পুলিশ সদস্যকে প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে পাঠান দুতের্তে। এসব কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা রয়েছে।

এ সময় তাদের উদ্দেশ্যে দুতের্তে বলেন, ‘তোমরা যদি এভাবেই চলতে থাকো, আমি তোমাদের সত্যি সত্যি খুন করে ফেলব। শুয়রের বাচ্চারা! আমার একটি বিশেষ ইউনিট আছে, যা আপনাদের ওপর জীবনভর নজর রাখবে এবং যদি আপনারা সামান্যতম কোনো ভুলও করেন, তবে আমি তাদেরকে আপনাদের হত্যার নির্দেশ দেব।’

মানবাধিকার সংস্থা গুলো বলছে দুতার্তে ক্ষমতার আসার পর শুরু করা মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুনশ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গা: ভীক্ষুর ৬ বছর জেল

আরএম/


সম্পর্কিত খবর