বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এই মুহূর্তে আন্দোলনের পরিস্থিতি নেই : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে নানা অশুভ খেলা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আন্দোলন হওয়ার মতো পরিস্থিতি নেই।’

আজ বুধবার আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘বেগম ফজিলাতুন্নেছা ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। সাহসের উৎস। বেগম মুজিব সহধর্মিনী ছিলেন বলে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।'

বিএনপি কোটা আন্দোলনে ভর করে এখন শিক্ষার্থীদের নিরাপদ সড়কের ওপর ভর করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শিশুরা বাড়ি ফিরে গেছে। নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেও যখন সফলতা আসেনি, তখন বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে নালিশ করছে।

সেতুমন্ত্রী বলেন, ‘এই পার্টি আবারও প্রমাণ করল, এটা বিএনপি-বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়; এটা বাংলাদেশ নালিশ পার্টি।’

সড়কমন্ত্রী আরও বলেন, ‘যাদের নিজের আন্দোলন করার সক্ষমতা নেই। ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে দেশের কথা বলছে, এরা দেশপ্রেমী নয়। আওয়ামী লীগের ৪৬ জন নেতাকর্মী আহত, ছাত্রছাত্রীদের ব্যাগে শিলাপাথর ছিল না। অরাজনৈতিক আন্দোলনে যারা রাজনৈতিক অনুপ্রবেশ ঘটিয়েছে, তারা এই পাথর বহন করেছে। মিরপুর থেকে হাজার হাজার স্কুল ড্রেস, ব্যাগ সংগ্রহ করেছে।’

অনুষ্ঠান শেষে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: ড. কামালকে কাদের, গুন্ডাতন্ত্র কাকে বলে?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ