শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে গমবোঝাই ‘এমভি পাটগাটি-২’ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই জাহাজের সাত নাবিক ও শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ডুবুরি দল।

ডুবে যাওয়া জাহাজটির নাবিক মো. নুরউদ্দিন জানান, দিবাগত রাতে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ‘এমভি পাটগাটি-২’ এর সজোরে ধাক্কা লাগে।

এতে তাদের জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। এ সময় ১৪ নাবিক-শ্রমিক লাইফ বয়া নিয়ে সাগরে ঝাঁপ দেন। পরে অন্য একটি জাহাজের লোকজন তাদের উদ্ধার করেন। তবে জাহাজে থাকা আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. সেলিম সকালে জানান, নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ এখন দুর্ঘটনাস্থলের আশপাশে সন্ধান চালাচ্ছে।

এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে ডুবে যায় ‘এমভি পাটগাটি-২’ জাহাজটির। ওই জাহাজে এক হাজার ১০০ টন গম ছিল।

আরও পড়ুন: নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না: সিইসি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ