শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ধানমন্ডিতে শিক্ষার্থীদের ওপর কাঁদানো গ্যাস; লাঠিপেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডিতে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটার শিকার হয়েছেন।

রোববার ধানমন্ডিতে শিক্ষার্থীদের মিছিলে হেলমেট পরে ও লাঠি হাতে হামলা চালায় যুবকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হন।

এ সময় বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিক এম এন আহাদও আহত হন। তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়েছে।

দুপুরে হাজার হাজার শিক্ষার্থী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে জিগাতলার দিকে গেলে তাদের উপর পুলিশ ক্যাদানো গ্যাস নিক্ষেপ করে। লাটিসোটা দিয়ে হামলাও চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ‍উপর।

ক্লিক বিসফটি

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর তা থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন বলেও জানা যায়।

শাহবাগের দিক থেকে যাওয়া মিছিলটির ধানমন্ডি ২ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে জমায়েত হওয়ার কথা ছিল। তারা সেখানে জড়ো হলে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে জিগাতলায় সীমান্ত স্কয়ারের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। অনেকে নির্মাণাধীন ভবনগুলোয় আশ্রয় নেয়। বেশির ভাগ শিক্ষার্থী এখন সীমান্ত স্কয়ারের দিকে অবস্থান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শ খানিক বিজিবি সদস্য অবস্থান করছে।

‘বলপ্রয়োগ না করে তাদের কি চুমু খাবে?’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ