শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ভারতে গ্রানাইটের খনিতে বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অন্ধ্র প্রদেশে একটি গ্রানাইটের খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১২ জন শ্রমিকের। এসময় গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছে আরও আটজন। শুক্রবার (০৩ আগস্ট) রাতে অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলার হাতি বেলগল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহত শ্রমিকরা সবাই ওডিশা প্রদেশের। তারা কাজের জন্য অন্ধ্র প্রদেশে এসেছিল।

একজন তদন্ত কর্মকর্তা বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে শুক্রবার খননের সময় ওই বিস্ফোরণ ঘটে। ওই সময় খনিতে কমপক্ষে ২০ জন লোক কাজ করছিল। হঠাৎ বিস্ফোরণের কারণে শ্রমিকরা সেখানে আটকা পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর খনিতে আর কেউ আটকা আছে কি না তা জানতে অনুসন্ধান অভিযান চলছে।

জেলাটিন স্টিক জাতীয় বিস্ফোরক থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে একটি পোড়া ডিজেল ট্যাঙ্কারও খুঁজে পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: আসামে বিমানবন্দরে কংগ্রেসের ৮ মন্ত্রী-এমপি আটক

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ