শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


লেবানন থেকে সিরিয়ায় ফিরলো ৩৪৮ শরণার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় রাশিয়ান রিসেপশন, ডিস্ট্রিবিউশন এবং এসাইলাম সেন্টারের প্রধান আলেক্সিগ টাগানুকুফ বলেছেন, লেবানন থেকে সিরিয়ায় ৩৪৮ জন শরণার্থী নিজ দেশে প্রত্যাবর্তন করেছে।

বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ান রিসেপশন, ডিস্ট্রিবিউশন এবং এসাইলাম সেন্টারের প্রধান যুগ্ম সমন্বয় সদর দপ্তরে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছেন, গতকাল সিরিয়ার ৩৪৮ শরণার্থী লেবানন থেকে নিজ দেশে সফলভাবে প্রত্যাবর্তন করেছে।

এসাইলাম সেন্টার থেকে বলা হয়, গত ১৮ জুলই থেকে এ পর্যন্ত সিরিয়ার মোট ৪,১৭৪ শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন।

উল্লেখ্য, সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ফিরে আসার জন্য রাশিয়া সিরিয়াতে একটি এসাইলাম সেন্টার স্থাপন করেছে। এর মাধ্যমে তারা দেশে ফিরছেন বলে জানা যায়।

আরও পড়ুন: হিন্দের সওগাত নাও হে সিরিয়া!!

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ