শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব জমিয়তের নেতৃবৃন্দ বলেছেন, ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। ধর্মীয় অনুশাসন না থাকার কারণে গাড়ির চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করছে।

নেতারা বলেন, ধর্মীয় আইন হচ্ছে, ভুলে যদি কোনো মানুষ হত্যা করে তাহলে তাকে একশো উটের মূল্য নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়। ধর্মীয় আইন কার্যকর হলে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাতে পারবে না। মালিক পক্ষ নিয়োগ দেয়ার সময় সবকিছু যাচাই বাছাই করে নিয়োগ দিবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত সড়ক দূর্ঘটনা রোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বাস চাপায় নিহত দুই কলেজ শিক্ষার্থীর ঘাতকদের শাস্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথীর বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

যুব জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মুফতি জাবের কাসেমীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী- সভাপতি যুব জমিয়ত বাংলাদেশ, মাওলানা গোলাম মাওলা- সেক্রেটারী যুব জমিয়ত বাংলাদেশ, মুফতি আলামীন কাসেমী, মাওলানা ইসহাক কামাল, মাওলানা সুলাইমান মাদানী, মাওলানা মুফতি আম্মার, মাওলানা রিয়াজ ও মাওলানা বুরহানুদ্দীন প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি ঢাকায় বাস চাপায় কলেজ পড়–য়া দুই শিক্ষার্থী নিহতের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে কার্যকর করতে হবে। দেশ ব্যাপী নিরাপদ সড়ক, পরিবহন ও যাত্রীসেবা নিরাপত্তা নিশ্চতকরণে যুগোপযুগী আইনের প্রণয়ন ও প্রয়োগ করতে হবে।

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ