আওয়ার ইসলাম: সড়কে বেপরোয়া বাস নিয়ন্ত্রণ করতে রাজধানীজুড়ে আন্দোলন চলছে শিক্ষার্থীদের। আর এর মধ্যেই একটি তুলে দিলো রিকশার উপর।
গত রোববার রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাজধানীজুড়ে চলছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন। এখনো শোক কাটেনি তার। এর মধ্যেই বেপরোয়া বাসের শিকার হলো একটি রিকশা।
জানা যায়, মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর রাজধানীর মতিঝিলে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারানো বাসটি রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পিলারে গিয়ে আঘাত করে। এতে সেখানে থাকা একটি রিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন।
এর আগে গত রোববার (২৯ জুলাই) জাবালে পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যু হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। আহত হয় ১২ শিক্ষার্থী। সেটি নিয়ে এখনো চলছে আন্দোলন।
নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ
-আরআর