শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তিন সিটি নির্বাচনে আজ পরীক্ষার দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়ে রাজনৈতিক মাঠে উত্তেজনা চলছে।

আওয়ামী লীগ,বিএনপি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী, বরিশাল, সিলেট নগরবাসী কিছুটা উদ্বিগ্ন; উৎকণ্ঠিতও। এমন অবস্থায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দুই দলের জন্য পরীক্ষা।

পরীক্ষা অবশ্য নির্বাচন কমিশনেরও। জাতীয় নির্বাচনের আগে বড় পরিসরে নির্বাচন আর হচ্ছে না। তাই আজ সুষ্ঠু ও
নিরপেক্ষ ভোটগ্রহণ নির্বাচন কমিশন, সরকার ও তাদের দলের জন্য জনগণের ‘আস্থা’ অর্জনের পরীক্ষা।

নানা ‘শঙ্কা’ ও ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে মাঠে থেকে দলের প্রার্থীকে সারাদেশের জনগণের দৃষ্টি আজকের নির্বাচনের দিকে।

নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপি দুই দলই স্থানীয় সরকারের এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।

আজ ভোটের মাধ্যমে খুলনায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবে নাকি পুনরায় আসবে বিএনপি, সেই প্রশ্নের উত্তর মিলবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে একটি বিষয় জানা গেছে, সরকারবিরোধী শিবির সোনা ও কয়লা দুর্নীতির বিষয়টি এখন ভোটারদের কাছে তুলে ধরছে।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ দুটি ইস্যু আওয়ামী লীগের ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ