শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘বিএনপির নেতাদের গ্রেফতারে ডিএমপি থেকে পুলিশ আনা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেছেন, সিলেটে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি থেকে পুলিশ আনা হয়েছে।

গতকাল শনিবার মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

এর পরিপ্রেক্ষিতে তিনি ২৮ জুলাই রাত ১১টায় সিলেট নগরীর কাজিটুলা এলাকায় বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলেও মন্তব্য করেন আরিফুল হক।

তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) থেকে ১৩৯ জন পুলিশকে সিলেটে নিয়ে আসা হয়েছে। তাদের এই স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না।

তিনি বলেন, আব্দুর রাজ্জাককে একটি সাজানো মামলায় গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশনে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ দিয়েও লাভ হয়নি। নির্বাচন কমিশন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৈতিক দায়িত্ব পালন করছে না।

বরিশালে ইসলামি দল ঠেকাতে বড় দলের সমঝোতা; গুঞ্জন না সত্যি?

-আরআর


সম্পর্কিত খবর