শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম এবং তার প্রতিষ্ঠানের নামে স্ট্যাটাস দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ কর্মী মোহাইমিনুল ইসলাম রাহিম।

আজ শনিবার চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকার বাসা থেকে মোহাইমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহাইমিনুল ইসলাম রাহিমের বিরুদ্ধে মামলা করায় তাকে গ্রেফতার করা হয়।

মোহাইমিনুল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে সংগঠন সূত্রে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছি। আগামীকাল রোববার রিমান্ড শুনানি হবে।

ইমরান খানের কাছে ভারতের প্রত্যাশা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ