মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী তাসলিমা তৌহিদ। শিবগঞ্জ গার্লস স্কুলের তাসলিমা গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের কলেজ শিক্ষক তৌহিদুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় শিবগঞ্জ থানার এস আই শ্যামল কুমার জানান, কয়েকদিন থেকেই স্মার্ট ফোন নেয়ার জন্য বাবা-মাকে চাপ দেয় তাসলিমা। গতকাল বুধবার রাতে এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে রাত ১২টার দিকে ঘরের দরজা বন্ধ করে দেয়।

সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখায় বাবা-মা ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এবং তার বাম হাতের ক্বব্জি রক্তাক্ত।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অারও পড়ুন: চোখ ধাঁধানো নীল রঙের শহরটি!

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ