শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সম্ভব বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার বক্তব্যের সমালোচনা করেছে নির্বাচন কমিশন, সাংবাদিকদের এমন কথার জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। যেকোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য, সেটা সুষ্ঠুভাবে চলতে দেওয়া উচিত।’

বার্নিকাট বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়।’

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব সময় গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক নিয়মিত একটি বিষয়। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখার চেষ্টা করি।’

নির্বাচন কমিশন নির্বাচনগুলোতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে সিইসি’র  বৈঠকটি শুরু হয়। বৈঠকে ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সিইসির সঙ্গে বার্নিকাটের এটা বিদায়ী সাক্ষাৎ বলে জানা গেছে। বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যোগ দেন। আগামী আগস্টে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে মনোনীত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ জুলাই এই কূটনীতিকের নাম ঘোষণা করেন। বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মিলার বাংলাদেশে নিযুক্ত মার্সিয়া বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: নির্বাচনে ডিসিদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ