বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ডিসি সম্মেলনে কওমি মাদরাসা নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অন্যান্য বিষয়ের পাশাপাশি কওমি মাদরাসা সম্পর্কে আলোচনা হয়েছে।

দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকগণ এ নিয়ে নিজেদের মতামত পেশ করেন। তা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদরাসা নিয়ে সাবধানে এগুতে হবে। তাদের এ পর্যায়ে আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে।

একজন ডিসি মুক্ত আলোচনায় বলেন, কওমি মাদরাসাগুলোকে আমরা কোনোভাবে মনিটরিংয়ের আওতায় আনতে পারছি না। এসব মাদরাসার বেশির ভাগই সরকারের আইন-কানুন মানা হয় না।

এ সময় প্রধানমন্ত্রী তার কথায় সায় দিয়ে বলেন, কওমি মাদরাসাগুলোকে সাবধানে এগুতে হবে। তাদেরকে এ পর্যায়ে আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। অনেক দিনের এ অর্জন যেন নষ্ট না হয় সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।

তাদেরকে মূলধারার সঙ্গে মেলাতে হবে। মনে রাখতে হবে ওরা আমার দেশের মানুষ। দেশটা তাদেরও।

তিনি বলেন, সরকারি তদারকিতে আসলে তাদেরই লাভ। দাওরায়ে হাদিস মাস্টার্সের সমমান দেয়ার পর তাদের মাদরাসার ছাত্ররাই সরকারি চাকরি পাবে। ইতিমধ্যে সরকারের দারুল আরকাম মাদরাসায় কয়েক হাজার কওমি আলেম চাকরি পেয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এক সময় তারা সরকারের কোনো সহায়তাই নিত না। এখন কিছু কিছু মাদরাসা সরকারি সহায়তা নিচ্ছে। প্রয়োজনে তাদেরকে ডেকে সরকারি সহায়তা দিতে হবে। তাদেরকে দূরে রেখে সমাজের উন্নয়ন সম্ভব হবে না।

মাদরাসা নিয়ে এ আলোচনায় আরও উঠে আসে- মুক্তিযুদ্ধের নানা বিষয়। প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদরাসায় মুক্তিযুদ্ধের চেতনা অনুপস্থিত। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে।

এছাড়া কওমি মাদরাসাসহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইতে হবে বলেও মত দেন প্রধানমন্ত্রীসহ বৈঠকে উপস্থিত জেলা প্রশাসকগণ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জুলাই) শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শেষ হবে এ সম্মেলন।

সম্মেলনে ৬৪ জন জেলা প্রশাসক, ৮ জন বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কেমন প্রধানমন্ত্রী হবেন ইমরান খান?

-আরআর


সম্পর্কিত খবর