বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ছবি কথা বলে, দাবানলে জ্বলছে গ্রিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  দাবানলের ভয়বহতা দেখছে আজ গ্রীস। মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ৮৫ থেকেও বেশি মানুষ জ্বলে গেছে। মৃত্যু ঘটেছে তাদের।

দাবানলে নিখোঁজ রয়েছে বহু মানুষ। নিহতদের বেশিরভাগই নিজেদের বাড়িতে কিংবা গাড়ির ভেতর আটকা পড়ে প্রাণ হারায়।

আগুনের ভয়াবহতা বাড়ছেই ক্ষণে ক্ষণে। আগুণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। সরকার জরুরি অবস্থা জারি করেছে।

এথেন্সের একটি উপশহরে ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তা।এথেন্সের একটি উপশহরে ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তা।

পশ্চিম আ্যটিকার সৈকত এলাকা কিনেটা শহরের ধোঁয়া ছড়িয়ে পড়লে আকাশ এভাবে কমলা রঙ ধারণ করে।পশ্চিম আ্যটিকার সৈকত এলাকা কিনেটা শহরের ধোঁয়া ছড়িয়ে পড়লে আকাশ এভাবে কমলা রঙ ধারণ করে।

A firefighting helicopter flies over a wildfire raging in the town of Rafinaএকটি হেলিকপ্টার  আগুনের অনেকব উপর দিয়ে যাচ্ছে। এ শহরের অনেক বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গ্রীসেরর সরকার ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কাছে হেলিকপ্টার ও দমকল-কর্মীদের সহায়তা ছেয়েছে।গ্রীসেরর সরকার ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কাছে হেলিকপ্টার ও দমকল-কর্মীদের সহায়তা চেয়েছে।

উপকূলে আটকে পড়া পর্যটক এবং এলাবাসীকে জরুরি নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করে সরিয়ে নেয়া হয়।.
উপকূলে আটকে পড়া পর্যটক এবং এলাবাসীকে জরুরি নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করে সরিয়ে নেয়া হয়। মাতি এলাকার চিত্র।
ঝলসানো থেকে বাঁচতে লোকজন ছুটে পানিতে নেমে পড়ে।
ঝলসানো থেকে বাঁচতে লোকজন বাড়িঘর ছেড়ে ছুটে আসেছ সাগর পাড়ে। পানিতে নেমে বসে আছে জীবন বাঁচাতে।
PHOTO: A house is threatened by a huge blaze during a wildfire in Kineta, near Athens, on July 23, 2018.
PHOTO: A woman carries bottles of water as people stand amid the charred remains of burned-out cars in Mati east of Athens, July 24, 2018.
সূত্র: এবিসি ও বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ