বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


দুই ভাইয়ের পর আরও ৩ আত্মীয়'র মৃত্যু প্রতিমন্ত্রী পলকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৮ জুলাই দুই খালাত ভাইয়ের মৃত্যুর পর এবার মৃত্যু হলো আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশু সন্তানের।

জানা যায়, রোববার সড়ক দুর্ঘটনায় পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই সন্তান রায়সা খাতুন এবং আহানাব রেহানের মৃত্যু হয়।

এ নিয়ে নাটোরের সিংড়ার সর্বত্রই চলছে শোকের মাতম। এ নিয়ে গত পাঁচ দিনে প্রতিমন্ত্রী পলকের পাঁচ আত্মীয় ইন্তেকাল করলেন।

রোববার বিকালে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশু সন্তান রায়সা খাতুন (৫) আহানাব রেহান (৪) ঘটনাস্থলেই মারা যায়। পরে মাইক্রোবাসচালক শ্রী পুলক সরকারেরও মৃত্যু হয়।

এসময় কেয়া খাতুনের স্বামী চাপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও গৃহপরিচারিকা নাজমা গুরুতর আহত হন। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিচারিকা নাজমাও মারা গেছেন বলে প্রতিমন্ত্রী পলক তার ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।

সোমবার বেলা ১১টায় সিংড়া কোর্ট মাঠে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশু সন্তানের জানাজা শেষে বালুয়া বাসুয়া কবরস্থানে দাফন করা হয়।

একই দিনে মারা গেলেন প্রতিমন্ত্রী পলকের ২ ভাই

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ