শনিবার, ১১ মে ২০২৪ ।। ২৮ বৈশাখ ১৪৩১ ।। ৩ জিলকদ ১৪৪৫


যুক্তরাষ্ট্রের মিডিয়া যেভাবে ইসলামবিদ্বেষ ছড়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ইসলামবিদ্বেষ ছড়ায়।

গবেষণায় দেখা গেছে, কোনো অমুসলিম কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে সেটিকে গুরুত্ব দিয়ে বড় আকারে সংবাদ প্রকাশ করে গড়ে মাত্র ১৫টি সংবাদমাধ্যম। আর একই ধরনের ঘটনা কোনো মুসলিমের হাতে ঘটলে সেটিকে ফলাও করে প্রচার করা হয়। সেক্ষেত্রে গড়ে ১০৫টি সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম হয় মুসলিম ইস্যু।

সম্প্রতি আলাবামা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক এ গবেষণা করেন।  খবর ডেইলি সাবাহ।

ডেইলি সাবাহ জানায়, ২০০৬ সাল থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংঘঠিত বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ও ওইসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে এ গবেষণা পরিচালিত হয়।

গবেষণায় দেখা গেছে ২০০৮ সাল থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে মুসলমানদের চেয়ে অন্যদের হাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বেশি। কিন্তু সেসব কৌশলে চেপে যাওয়া হয়েছে।

কিন্তু কোনো মুসলিম কর্তৃক এমন ঘটনা ঘটলে বিষয়টি দেশটির বড় বড় জাতীয় সংবাদমাধ্যম তাদের প্রধান শিরোনামে নিয়ে আসে এবং মুসলিম ইস্যুটিকে বড় করে উপস্থাপন করেছে।

পাকিস্তান নির্বাচনে হাফিজ সাঈদ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ