বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে মুসলিম লীগের প্রধানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  নির্বাচনি প্রচারণায় আতশবাজি ফোটানোর অভিযোগ পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশীদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের মাঝে শেখ রশীদের ভাতিজা শেখ রশীদ শফিকও রয়েছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজ জনায়, মামলায় আট জনের নাম উল্লেখ করা হয়েছে আর ১৫ জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। নির্বাচনি আসন এনএ ৬২ ও ইউনিয়ন কাউন্সিল ৪০ এলাকায় আতশবাজি ফোটানের অভিযোগে ২৮৫ ও ২৮৬ ধারায় তাদের নামে মামলা করা হয়।

দেশটির এফআইএর মতে, পাঞ্জাব সরকারের পক্ষ থেকে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নির্বাচনি প্রচারণায় আতশবাজি করে যাচ্ছিল।

আরও পড়ুন : ইমরান খানের কপালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন আছে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ