শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : টাঙ্গাইল শহরে কুমুদিনী কলেজ মোড়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৪ জন।আহতরা হলেন সোনারগাঁও থানা পুলিশের ৩ সদস্য ও মাইক্রোবাস চালক। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

মাইক্রোবাসে থাকা সোনারগাঁও থানার এসআই তানভীর আহমেদ জানান, অপহৃত এক তরুণীকে উদ্ধারে বাদীপক্ষের লোকজনসহ রাজশাহীতে যায় সোনারগাঁও থানা পুলিশের একটি দল। পরে অপহৃত তরুণীকে উদ্ধার করে রাজশাহী থেকে সোনারগাঁও ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলেই মারা যান উদ্ধার হওয়া তরুণী সোনারগাঁওয়ের ভবনাথপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস বন্যা ও তার খালাতো ভাই মোহাম্মদ ফারুক।

হাসপাতালে নেয়ার পর মারা যান বন্যার মামা সিরাজুল ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন :যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ