শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

৮ উপায়ে সুরক্ষিত থাকবে স্মার্টফোনের ব্যাটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রযুক্তির প্রভাবে আমাদের লাইফস্টাইলের একটি অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু প্রায় সময় হাতে স্মার্টফোন থাকার ফলেও নিজেকে আনস্মার্ট মনে হয়। কারণ, ব্যাটারির দুর্বলতার কারণে যখন ফোনটি বন্ধ থাকে।

ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে নিয়ম না মেনে চার্জ দেওয়াকেই মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে স্মার্টফোন ব্যবহারের ধরনের ওপর ব্যাটারির আয়ু নির্ভর করে। আর তাই ব্যাটারিকে ভালো রাখতে মোবাইলের চার্জ দেওয়ার পদ্ধতি ও চার্জারের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যাটারিকে ভালো রেখে স্মার্টফোনটিকে সচল রাখতে জেনে নেওয়া যাক স্মার্টফোনে চার্জ দেওয়ার কিছু পরামর্শ:

১. আসল চার্জার ব্যবহার

প্রতিটি স্মার্টফোন কেনার সময় ডিভাইসটির সঙ্গে একটি করে চার্জার দেওয়া হয়। কারণ, স্মার্টফোনের মাইক্রো ইউএসবি পোর্ট অনেক চার্জার থেকে চার্জ নিলেও আসল চার্জার ব্যবহার না করায় ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। তাই চার্জ দেওয়ার সময় আসল চার্জারটি ব্যবহার করুন।

২. রাতভর চার্জ না দেওয়া

অনেকেই ফোনের ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য সারা রাত ফোন চার্জে রেখে দেন। কিন্তু এভাবে রাতভর চার্জে রাখা ঠিক নয়। কারণ অতিরিক্ত চার্জ স্মার্টফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর।

৩.কমদামি বা অপরিচিত নির্মাতার চার্জার ব্যবহার না করা

আমরা অনেক সময় একটি ভুল ইচ্ছে করেই করে থাকি। তা হলো কম দামে অপরিচিত নির্মাতার তৈরি চার্জার ব্যবহার করি। কিন্তু আমরা ভুলে যাই এ ধরনের চার্জার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক কোনো নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে না। এতে ফোনে অতিরিক্ত চার্জ বা ফোন গরম হয়ে যেতে পারে। এমনকি ব্যাটারি বা ফোন দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তাই অপরিচিত ব্র্যান্ড অথবা সস্তা চার্জার কোনোভাবেই ব্যবহার করা উচিত না।

৪. ফোনের কাভার খুলে চার্জ দেওয়া

স্মার্টফোনের বাড়তি নিরাপত্তার জন্য আমরা অনেকেই বাড়তি কাভার ব্যবহার করে থাকি। কিন্তু জেনে রাখা ভালো যে, চার্জ দেওয়ার সময় এই কাভারটি খুলে নেওয়া ভালো। কারণ, ফোন চার্জ দিলে সাধারণত ব্যাটারি কিছুটা গরম হয়। কিন্তু ফোনের কাভার লাগানো থাকলে তাপটা ফোনের মধ্যে আটকে যায় এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

৭. কমপক্ষে ৮০ শতাংশ চার্জ দিন

আমরা অনেক সময় নিজেদের প্রয়োজন মতো সময়ে ফোন চার্জে দিই। কখনো আগের চেয়ে ২০ শতাংশ বা ৫০ শতাংশ হলেও খুলে ফেলি। কিন্তু এতে করে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়, ব্যাটারি দুর্বল হয়ে যায়। তাই ফোন চার্জে লাগালে কমপক্ষে ৮০ শতাংশ করেই ব্যাটারির চার্জ করা উচিত। আবার এটাও মনে রাখা উচিত স্মার্টফোনে ২০ শতাংশের উপরে চার্জ থাকলে চার্জে না দেওয়াই ভালো। কারণ, বার বার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়।

৮.সব চার্জ শেষ করে ফেলবেন না

আমরা অনেক সময় ফোন ব্যবহার করতে করতে ব্যাটারি একেবারে খালি করে ফেলি। এতে করে ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমতে থাকে। তাই ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না।

অারও পড়ুন : স্মার্টফোনে চার্জ ধরে রাখার ৭ উপায়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ