সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি   নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর

ইবির দশ বিভাগে ৩৭ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশটি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রনলায় কর্তৃক পাশ হওয়া ৫ শত কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৪ জন, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩ জন, ফার্মেসী বিভাগে ৪ জন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪ জন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ৪ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ দেওয়ার জন্য। এরপরও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নিবে।’

আরও পড়ুন : আলেমদের ফিকহী মতপার্থক্যে শিক্ষার্থীর করণীয় কী?


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ