শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আবারো ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নিপীড়ন বিরোধী শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। রোববার (১৫ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা চালায় ছাত্রলীগ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে মানববন্ধন শুরু হয়। এতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন। এর পাশেই ‘গুজবে কান দেবেন না’ স্লোগানে ছাত্রলীগের কর্মীরা মানববন্ধনে দাঁড়ায়।

এ সময় তারা মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকে। এর কিছুক্ষণ পর দুইপক্ষই মিছিল নিয়ে শহীদ মিনার থেকে টিএসসির দিকে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরই বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ছাত্রলীগ হামলা চালায়।

এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাবিতে আরবী ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ