বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তুরস্ক সব সময় নিপীড়িত মানুষের হয়ে কাজ করে: আমেনা এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগানের স্ত্রী আমিনা এরদোগান বলেছেন, তুরস্ক সব সময় নিপীড়িত মানুষের হয়ে কাজ করে। সেটি হোক সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থার মাধ্যমে।

চলতি সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ফার্স্টলেডিদের বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেছেন। খবর ডেইলি সাবাহর।

গত ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে আমেনা এরদোগান তার স্বামীর সাথে সম্মেলনে যান। সেখানে উপস্থিত অন্যান্য ফার্স্টলেডিদের সঙ্গে আলাপকালে ২০১৭ সালে রোহিঙ্গাদের সরাসরি দেখার অভিজ্ঞতার বর্ণনা দেন। এসময় রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা বলে তাদের মনযোগ আকর্ষণ করেন।

গত ২৪ জুনের নির্বাচনে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রিসেপ তাইয়ের এরদোগান এই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

অারও পড়ুন –

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন 

অারএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ