শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মুসলমানদের জন্য জার্মানে নির্মাণ করা হলো স্বতন্ত্র কবরস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জার্মানের যারল্যান্ড প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুসলমানদের জন্য একটি কবরস্থান উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোরেসিজের মেয়র মার্কুস হফেল্ড এবং তুর্কি ইসলামিক এসোসিয়েশনের প্রধান আরকান কাহভা চি সহ বে কয়েকজন স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই কবরস্থানটি যারল্যান্ড প্রদেশের মোরেসিজ সিটির খ্রিষ্টানদের কবরস্থানের পাশে অবস্থিত। বর্তমানে কবরস্থানে ২০টি করবের স্থান রয়েছে। তবে ভবিষ্যতে এর ধারণক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কবরস্থানটি উদ্বোধন করা হয়। এই কবরস্থানটি নির্মাণের জন্য জার্মানের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন তুর্কান শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের পর তিনি শুভেচ্ছাবানী পেশ করেন। পরবর্তীতে মেয়র মার্কুস হফেল্ড বলেন পৌরসভায় যারা আবেদন করবেন, তাদের আবেদনকে গুরুত্বের সাথে দেখা হয়। মুসলিম অধিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই কবরস্থানটির উদ্বোধন করা হবে।

মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর