শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বড় হচ্ছে আ.লীগের নির্বাচনী জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও কিছু দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিতে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

দলগুলোর শীর্ষ নেতারা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নির্বাচনী জোটে থাকবে জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিএনএ ও তরিকত ফেডারেশন (আউয়াল)।

এ ছাড়া আরও কিছু দল জোটে যোগ দিতে পারে। নির্বাচনী জোটের পাশাপাশি আওয়ামী লীগের ‘আদর্শিক জোট’ ১৪-দলীয় জোটের শরিকরাও একসঙ্গে নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, নির্বাচনের আগে অনেক দল থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

যাদের সঙ্গে আমাদের নীতি ও আদর্শ মেলে, তাদের কাউকে কাউকে নিরাশ করছি না আবার চূড়ান্ত কিছু জানাচ্ছি না।

আগ্রহীদের প্রস্তাবগুলো শুনছি, নির্বাচনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আবার কিছু কিছু দল, যাদের সঙ্গে আওয়ামী লীগের ‘স্পিরিট’ মেলে না তাদের শুরুতেই না বলে দেওয়া হয়েছে।

খালেদার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ