শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শিবচরে পদ্মার ভাঙ্গনের কবলে ৩টি স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারন করেছে। নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ ৩টি স্কুল।

হাইস্কুলের ভবন সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হলেও প্রাথমিক স্কুল ভবন ২টি নদী মুখে রয়েছে। এদিকে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

জানা যায়, গত ২৪ ঘন্টাসহ ২/৩ দিনে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

এতে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়,মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩টি বিদ্যালয় ভাঙ্গন আক্রান্ত হয়েছে।

নিলামের মাধ্যমে অর্ধশত শিক্ষার্থী সমৃদ্ধ ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

এখনও প্রাইমারি স্কুল ভবন সরানো শুরু হয়নি। তবে ভাঙ্গন ও পানি বাড়ায় চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনমতে অর্ধ বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। এদিকে ভাঙ্গনের মুখে চরের অর্ধ শতাধিক ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন আক্রান্তরা।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বাংলা’কে বলেন, পদ্মায় দ্রুত পানি বেড়ে চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙ্গনের কারনে ৩টি স্কুল আক্রান্ত হয়েছে।

এলাকার শিক্ষার্থীদের যাতে কোনভাবে পড়াশুনায় ব্যাঘাত না ঘটে সে দিকে সার্বক্ষনিক মনিটরিং করছে উপজেলা প্রশাসন।

তালেবানের সঙ্গে আলোচনা করতে আফগানিস্তান যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ