বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


জিয়ারতকারীদের জন্য মসজিদে নববীতে নতুন ৪ পাতাল রাস্তা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

মসজিদে নববী জিয়ারতকারীদের জন্য আলাদা ৪টি সুডঙ্গ রাস্তা নির্মাণ করেছে মদিনা মুনাওয়ার উন্নয়ন কর্তৃপক্ষ। মসজিদে নববীতে আগত জিয়ারতকারীদের দুর্ভোগ এবং ট্রাফিক কম করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ এসব রাস্তা নির্মাণ করেছে বলে খবর প্রকাশ করে আল-আরাবিয়া ডটনেট।

খবরে বলা হয়, সৌদি বাদশাহ শাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশনা মোতাবেক এ ৪টি রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা সৌদি সরকারের অন্যতম সাফল্য বলেও উল্লেখ করা হয়।

রাস্তা ৪টির মধ্যে দুই এবং তিন নং রাস্তা ১২৫ মিটার লম্বা। এসব সুড়ঙ্গ রাস্তায় প্রতিবন্ধীদের জন্য মোট ১২টি  বৈদ্যুতিক সিঁড়ি এবং সাধারণ সিঁড়ি রয়েছে। এসব রাস্তা ব্যবহার করে জিয়ারতকারীরা সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করা যাবে।

মসজিদ নববীতে প্রবেশ করার জন্য নির্মিত এই চারটি ড্রেনেজ রুট অত্যাধনিক সুবিধাসহ ও আধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। টানেলগুলোতে সিসি ক্যামেরা, লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। মসজিদ নববীর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত  চারটি সুড়ঙ্গ আগত জিয়ারতকারীদের দূর্ভোগ কমাবে বলে কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেছেন। সূত্র : আল-আরাবিয়া ।

আরও পড়ুন : মসজিদে নববীতে যেখানে জমে পাঠকের ভিড়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ