শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কোটা সংস্কার আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা- যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা বা নেতৃত্ব দিবে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরােধী, যার ওপর আমাদের মতাে দেশগুলাে প্রতিষ্ঠিত।

বিবৃতিতে আরও বলা হয়, বাকস্বাধীনতা, জমাযেতের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতাে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলাে যারা প্রয়ােগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

এই বিবৃতির সঙ্গে ‘পিসফুলপ্রটেস্টবিডি’ নামে একটি হ্যাশট্যাগও সংযুক্ত করা হয়েছে।

কোটা সংস্কারে ৭ সদস্যের কমিটি করেছে সরকার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ