শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র নীতির বিরোধিতার জেরে এবার পদত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার (৯ জুলাই) থেরেসা মে’র মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে রোববার ব্রেক্সিট ইস্যুতে মে'র সঙ্গে মতদ্বৈততায় পদত্যাগ করেন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সোমবার পার্লামেন্টের মুখোমুখি হতে যাওয়ার ঠিক ৩০ মিনিট আগে জনসন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন। ১০ নং ডাউনিং স্ট্রিট জনসনকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে। জনসনের পদে কাকে নিয়োগ দেওয়া হবে সে ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

বিবিসির রাজনৈতিকবিষয়ক সম্পাদক জানিয়েছেন, মের মন্ত্রিসভা থেকে বরিস জনসনের বের হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর ও কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। কারণ মন্ত্রিসভায় জনসন কোনো সাধারণ সদস্য ছিলেন না। তার বের হওয়া যাওয়া থেরেসা মেকে দলের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

আরও পড়ুন : যেখানে পাওয়া যাবে আওয়ার ইসলাম ঈদসংখ্যা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ